পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রমেশ, সদস্যসচিব অধ্যক্ষ আনন্দ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রমেশ দত্তকে আহ্বায়ক করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৪৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্র। কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৃনাল কান্তি বৈষ্ণব ও সদস্য সচিব করা হয়েছে অধ্যক্ষ এস সাহা আনন্দকে।
শুক্রবার (৪ জুলঅই) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভায় এই আহ্বায়ক কমিটিকে অনুমোদন দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফাউন্ডের চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও মহাসচিব এস এন তরুণ দে।
রমেশ দত্ত দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিগত আওয়ামী বিরোধী আন্দোলনে সামনের কাতারে থেকে লড়াই-সংগ্রাম করেন তিনি। দেশের হিন্দু সম্প্রদায়ের মাঝে তার রয়েছে বিশেষ গ্রহণযোগ্যতা। নিজ নির্বাচনী এলাকা রাজশাহীর বাঘা উপজেলার সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় মুখ রমেশ দত্ত।
রমেশ দত্তকে পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় আহ্বায়ক করায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
(ঢাকাটাইমস/৪জুলাই/জেবি/মোআ)

মন্তব্য করুন