হজ থেকে ফিরেছেন ৬৫৫৭৩, এখনো বাকি ২১৫৮৪ জন

এবারের হজব্রত পালন শেষে গত ২৫ দিনে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি। ফিরতে বাকি আছেন আর ২১ হাজার ৫৮৪ জন। আগামী ১০ জুলাই পর্যন্ত ফিরতি হজ ফ্লাইটের শিডিউল রয়েছে।
শনিবার (৫ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে দেওয়া পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
ফিরতি হজফ্লাইট পরিচালনা করছে তিনটি বিমান সংস্থা—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স।
এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৩০ হাজার ৪৪৩ জন হাজি দেশে ফিরেছেন। সৌদি এয়ারলাইন্সে ফিরেছেন ২৬ হাজার ৩৫৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৮ হাজার ৭৭৬ জন হাজি।
এখন পর্যন্ত পরিচালিত মোট ১৮০টি ফিরতি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ পরিচালনা করেছে ৮৫টি, সৌদি এয়ারলাইন্স ৭২টি এবং ফ্লাইনাস ২৩টি ফ্লাইটে হাজিদের দেশে আনে।
এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজ পালনের জন্য সৌদি আরবে যান। গত ২৯ এপ্রিল হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। সর্বশেষ হজফ্লাইটটি ঢাকা ত্যাগ করে ১ জুন। মোট ২২০টি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো হয়।
গত ১০ জুন ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। আগামী ১০ জুলাই ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হওয়ার কথা।
(ঢাকাটাইমস/৫জুলাই/মোআ)

মন্তব্য করুন