হজ থেকে ফিরেছেন ৬৫৫৭৩, এখনো বাকি ২১৫৮৪ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২৫, ১১:০২| আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১২:১৪
অ- অ+

এবারের হজব্রত পালন শেষে গত ২৫ দিনে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি। ফিরতে বাকি আছেন আর ২১ হাজার ৫৮৪ জন। আগামী ১০ জুলাই পর্যন্ত ফিরতি হজ ফ্লাইটের শিডিউল রয়েছে।

শনিবার (৫ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে দেওয়া পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

ফিরতি হজফ্লাইট পরিচালনা করছে তিনটি বিমান সংস্থাবিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স।

এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৩০ হাজার ৪৪৩ জন হাজি দেশে ফিরেছেন। সৌদি এয়ারলাইন্সে ফিরেছেন ২৬ হাজার ৩৫৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৮ হাজার ৭৭৬ জন হাজি।

এখন পর্যন্ত পরিচালিত মোট ১৮০টি ফিরতি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ পরিচালনা করেছে ৮৫টি, সৌদি এয়ারলাইন্স ৭২টি এবং ফ্লাইনাস ২৩টি ফ্লাইটে হাজিদের দেশে আনে।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজ পালনের জন্য সৌদি আরবে যান। গত ২৯ এপ্রিল হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। সর্বশেষ হজফ্লাইটটি ঢাকা ত্যাগ করে ১ জুন। মোট ২২০টি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো হয়।

গত ১০ জুন ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। আগামী ১০ জুলাই ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হওয়ার কথা।

(ঢাকাটাইমস/৫জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 
সনির নয়েজ ক্যান্সেলেশন হেডফোন ১০০০এক্সএম৬ প্রি-অর্ডার চলছে, ৫টিরও বেশি নিশ্চিত উপহার
১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে: প্রেস সচিব
সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা