সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২৫, ১৩:৪২| আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৩:৪৬
অ- অ+

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রাজু (২৫) নামে ইউনিক পরিবহনের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাসিন্দা। তিনি ইউনিক পরিবহনের বাস চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রাজু নিহত হন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/৫ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নদী ভাঙনে ধসে পড়ল ফেনীর সোনাগাজীর ৩ সড়ক
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন 
ইতিহাস গড়ে মিয়ামিকে জেতালেন মেসি
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা