মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার ফালান সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার কুখ্যাত কিশোর গ্যাং 'পাটালি' গ্রুপ এর মূলহোতা ফালান ওরফে বাল ফালান কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এর আগে রায়েরবাজার ইত্যাদি মোড় এলাকায় এক পরিবারের সাত সদস্যকে কুপিয়ে গুরুতর আহতের নেপথ্যের নায়ক এ কিশোর গ্যাং এর মূলহোতা।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, মোহাম্মদপুর ও ধানমন্ডি সাত মসজিদ রোডে ছিনতাই,মাদক বিক্রী ও দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে হামলার নেপথ্যে কাজ করতেন এ কিশোর গ্যাং লিডার। সম্প্রতি, রায়েরবাজার ইত্যাদি মোড় এলাকায় এক পরিবারের সাত সদস্যের ওপর হামলার ঘটনায় সংবাদ প্রকাশের পর কিশোর গ্যাং গ্রুপ পাটালি গ্রুপের এ সদস্যকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এছাড়াও, কিশোর গ্যাংয়ের এ মূলহোতা বহিস্কৃত যুবদল নেতা জাহিদ মোড়ল এর অন্যতম সহযোগী হিসাবে কাজ করেন। তার বিরুদ্ধে মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন থানায় হত্যা,ছিনতাই ও চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে।
সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেডের এক কর্মকর্তা জানান, রায়েরবাজার এলাকায় এক পরিবারের সাত সদস্যকে কিশোর গ্যাং সদস্যরা কুপিয়ে গুরুতর আহত করার পর নেপথ্যে এই কিশোর গ্যাং চক্রের নাম বিভিন্ন গনমাধ্যমে উঠে আসে। এছাড়াও, পুলিশের ওপর হামলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে ধারাবাহিকতায় আমরা গোয়েন্দা তথ্যের ভিক্তিতে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করেছি।
মন্তব্য করুন