সাত দিনে যৌথ বাহিনীর অভিযানে ৩৪৫ আটক, ১৯ অস্ত্র ৯ হাজার গোলা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৫, ২৩:৪৫| আপডেট : ১১ জুলাই ২০২৫, ১১:২৬
অ- অ+

দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে গত এক সপ্তাহে (৩ থেকে ১০ জুলাই) রাজধানীসহ সারাদেশে ৩৪৫ জন চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করে পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো। অভিযানে সন্ত্রাসী, চাঁদাবাজ, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী, অবৈধ অস্ত্রধারী, ডাকাত সদস্য, চোরাকারবারী, অবৈধ দখলদার এবং মাদকাসক্তদের আটক করা হয়।

অভিযান চলাকালে গ্রেপ্তার হওয়া অপরাধীদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৯ হাজার ১৩৯ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, নয়টি ককটেল বোমা, বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত দেশীয় অস্ত্র। এছাড়া চোরাই মালামাল, মোবাইল ফোন এবং নগদ অর্থ জব্দ করা হয়।

আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানাগুলোতে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে নিয়মিত টহল, নিরাপত্তা তৎপরতা ও অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে অবৈধ দখলদার উচ্ছেদ, বালু উত্তোলন রোধ ও অন্যান্য জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রাখছে।

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়। একইসঙ্গে কোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে স্থানীয় সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি মির্জা ফখরুলের
পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা: টিটন গাজী পাঁচ দিনের রিমান্ডে
গণহত্যা মামলায় শর্তসাপেক্ষে রাজসাক্ষী মামুনকে ক্ষমা, পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ
ইংরেজি ভাষা আয়ত্তের বিকল্প নেই: এডাস্ট চেয়ারম্যান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা