জুলাই গণহত্যার চিত্রপ্রদর্শনী পালন করবে ‘প্যাট্রয়টস অব বাংলাদেশ’

চব্বিশের জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৩ আগস্ট নিউইয়র্কের ডাইভার্সিটি প্লাজায় দিনব্যাপী আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করবে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘প্যাট্রয়টস অব বাংলাদেশ’।
বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ৯টায় নিউইয়র্কের একটি হোটেলে প্যাট্রয়টস অব বাংলাদেশ আয়োজিত জুলাই বিপ্লব ও আগামীর বাংলাদেশ শীর্ষক এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রবাসী নেতৃবৃন্দ এসব কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, গত বছর জুলাই মাসে বাংলাদেশে যে, স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল তাতে বাংলাদেশের ছাত্র জনতা ও মেহনতি মানুষের পাশাপাশি প্রবাসীরাও অংশ নিয়েছিল। জুলাই আন্দোলন শুধুমাত্র একটি আন্দোলন ছিল না। এটা ছিল একটা বিপ্লব। এই বিপ্লবের চেতনা ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের সর্বস্তরের মানুষের মধ্যে। যে চেতনায় পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন নিশ্চিত করার আন্দোলনে। সেই আন্দোলন পূর্ণতা লাভ করে ৫ আগস্ট স্বৈরাচারের পলায়নের মাধ্যমে। এরপর শুরু হয় এক নতুন অধ্যায়। নতুন এক স্বপ্ন। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতে হবে। হাজারো শহীদের রক্তস্নাত এই জুলাইকে ভুলে গেলে চলবে না। জুলাইয়ের এই বিপ্লবী চেতনাই হোক আমাদের আগামী দিনের পথচলার পাথেয়।
২৪'র জুলাই বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মত্যাগের অবদানকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশ-বিদেশের সকল বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়ে প্যাট্রয়টস অব বাংলাদেশ এর নেতৃবৃন্দ বলেন, শহীদদের পাশাপাশি যারা জুলাই বিপ্লবে আহত হয়েছেন তাদের সুচিকিৎসা,পুর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা অন্তর্বর্তী সরকার ও পরবর্তী সরকারকে করতে হবে।
প্যাট্রয়টস অব বাংলাদেশ এর চেয়ারম্যান আবদুল কাদের সভাপতিত্বে বক্তব্য দেন জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন কমিটির কনভেনার আবদুস সবুর, জাকির হাওলাদার, এ.এস.এম রহমতউল্লাহ, দেলোয়ার হোসেন সীপন, হাছান সিদ্দিকী প্রমুখ।
সংহতি জানাতে উপস্থিত ছিলেন কমিউনিটির নেত্রী বেগম শাহানা, ইকনার সোস্যাল জাস্টিস ডাইরেক্টর ড. মাহতাব উদ্দিন, কমিউনিটি লিডার মোশাররফ সবুজ, জামাইকার আবদুল গনি, মুক্তিযুদ্ধা ফরহাদ আহম্মেদ, সালেহ মানিক, মুধা মোহাম্মাদ জসিম, কলামিস্ট তাহের ফারুকী, লুৎফর রহমান লাতু, খলকুর রহমান, আতিকুল আহাদ, মন্জুর মোরশেদ, ড. ফরহাদ হোসেন প্রফেসর সাইদ আজাদ, হাজী আনোয়ার হোসেন প্রমুখ।
(ঢাকা টাইমস/১০জুলাই/জেবি/এসএ)

মন্তব্য করুন