দেশে ফিরছেন আরও পৌনে ৪ হাজার হাজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৫, ২০:৩১
অ- অ+

হজের পর ফিরতি ফ্লাইটে বুধবার দেশে ফিরছেন আরও ৩ হাজার ৭৭৮ জন হাজি। মোট ১০টি ফ্লাইটে তারা দেশে ফিরবেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুযায়ী, বুধবারের চারটি ফ্লাইট ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে। এর মধ্যে ফ্লাইনাস এয়ারলাইন্সের দুটি, সৌদিয়া এয়ারলাইন্সের একটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে।

হজের ফিরতি ফ্লাইটের প্রথম দিন মঙ্গলবার মোট ১২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪ হাজার ৯০৪ জন। হজের ফিরতি ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

এ বছর বাংলাদেশ থেকে ২২৪টি ফ্লাইটে মোট ৮৬ হাজার ৯৫৮ জন হজ পালনের জন্য সৌদি আরবে যান। ২৯ এপ্রিল থেকে শুরু হয়ে ১ জুন পর্যন্ত প্রাক ফ্লাইট চলে। ২২২টি ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে ফিরবেন।

হজে গিয়ে এ বছর এখন পর্যন্ত ২২ জন হজযাত্রী মারা গেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এর মধ্যে ২০ জন পুরুষ, দুজন নারী রয়েছেন। মক্কায় ১৪ জন, মদিনায় ৭ জন, আরাফায় ১ জন মারা গেছেন। অন্যদিকে অসুস্থতা নিয়ে সৌদি সরকারি হাসপাতালে ভর্তি আছেন ২১ জন।

(ঢাকা টাইমস/১১জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা