উত্তরায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৫, ১২:৩৪
অ- অ+

রাজধানীর উত্তরায় বিশেষ অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের একটি চৌকস দল। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে উত্তরা পূর্ব থানার ২ নম্বর সেক্টরে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পাশ থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. ফারুক মিয়া। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার চাচিয়া মীরগঞ্জ খামারপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আ. হামিদ মিয়া। দ

ডিবি সূত্র জানায়, এমএস মাসুদ হাসান ফিলিং স্টেশনের সামনে সন্দেহভাজন অবস্থায় ফারুক মিয়াকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক ফারুক মিয়াকে ডিবি কার্যালয়ে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়া বলেন, 'রাজধানীতে মাদক প্রবেশ বন্ধে আমরা নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছি। গ্রেপ্তার হওয়া ব্যক্তির সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।'

ডিবি জানায়, মাদকবিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

(ঢাকাটাইমস/৩০ জুলাই/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা