গাজায় যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের ইতিবাচক সাড়া

গাজায় চলমান রক্তক্ষয়ী সংঘর্ষ থামাতে যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি যুদ্ধবিরতির প্রস্তাবে ‘ইতিবাচক সাড়া’ দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। এক আনুষ্ঠানিক বিবৃতিতে হামাস জানায়, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব পর্যালোচনার পর তারা ‘ইতিবাচক মনোভাব’ নিয়ে আনুষ্ঠানিক জবাব দিয়েছে। একই সঙ্গে হামাস দ্রুত যুদ্ধবিরতির কাঠামো বাস্তবায়নে আলোচনায় বসার জন্য প্রস্তুত বলেও জানিয়েছে।
হামাসের টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠী ও রাজনৈতিক শক্তির সঙ্গে অভ্যন্তরীণ পরামর্শ শেষে আমরা যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। এই প্রক্রিয়া বাস্তবায়নের জন্য আমরা অবিলম্বে আলোচনায় বসতে আগ্রহী।”
হামাসের ঘনিষ্ঠ আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদও যুদ্ধবিরতির আলোচনাকে স্বাগত জানিয়েছে। তবে তারা সতর্ক করে বলেছে, “এই আলোচনা অবশ্যই একটি স্থায়ী যুদ্ধবিরতির পথে নিয়ে যেতে হবে এবং আন্তর্জাতিকভাবে তার নিশ্চয়তা থাকতে হবে।”
এদিকে গাজার পরিস্থিতি এখনো ভয়াবহ রূপ ধারণ করেছে। গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি বাহিনীর নতুন বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৫০ জন নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ৫৭,২৬৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,৩৫,৬২৫ জনের বেশি।
অন্যদিকে এই যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব দেওয়ার কিছুক্ষণের মধ্যেই জানা গেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সোমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তিনি সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। কূটনৈতিক সূত্রগুলোর মতে, ট্রাম্প এই বৈঠকে নেতানিয়াহুর ওপর যুদ্ধ শেষ করে চূড়ান্ত সমাধানে পৌঁছানোর জন্য দৃঢ় চাপ প্রয়োগ করবেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী, প্রাথমিকভাবে ৬০ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এতে জিম্মিদের মুক্তি, মানবিক সহায়তা প্রদান এবং ধাপে ধাপে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারসহ দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির ভিত্তি তৈরি হবে।
গাজা যুদ্ধ শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার মধ্য দিয়ে। এর জবাবে ইসরায়েল সামরিক অভিযান শুরু করে, যা এখন পর্যন্ত বিশ্বের অন্যতম দীর্ঘ ও প্রাণঘাতী সংঘাতে পরিণত হয়েছে।
হামাসের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিশোধমূলক যুদ্ধ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। গত প্রায় দুই দশক ধরে হামাস অঞ্চলটি শাসন করলেও বর্তমানে তারা অংশবিশেষে নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এই যুদ্ধ ২০ লাখের বেশি মানুষের বেশিরভাগকেই গৃহহীন করেছে এবং ব্যাপক দুর্ভিক্ষ সৃষ্টি করেছে।
(ঢাকাটাইমস/৫ জুলাই/আরজেড)

মন্তব্য করুন