চব্বিশের শহীদ ও নির্যাতিত পেশাজাবীদের পরিবারকে সম্মাননা দেবে বিএনপি

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও নির্যাতিত পেশাজীবীদের পরিবারকে সম্মাননা দেবে বিএনপি। এ ছাড়া পেশাজীবীদের অবদান নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে আলোচনা সভা, আওয়ামী দুঃশাসনের প্রামাণ্যচিত্র প্রদর্শনী করবে।
আগামী ২১ জুলাই রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে আয়োজিত হবে এই কর্মসূচি।
কর্মসূচিটি সফল করার লক্ষ্যে শুক্রবার (৪ জুলাই) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা এতে অংশ নেন।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব কাদের গনি চৌধুরী ।
এতে আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ব্যারিস্টার কায়সার কামাল, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, অধ্যাপক ড. শামসুল আলম সেলিম, ডা. রফিকুল ইসলাম, সাংবাদিক খুরশীদ আলম, অধ্যাপক ড. খায়রুল ইসলাম, শিক্ষক নেতা জাকির হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন সমন্বয়কারী অধ্যাপক ডা. শফিকুল হায়দার পারভেজ, জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব সভাপতি সৈয়দ আলমগীর, শিক্ষক নেতা মুগীস উদ্দিন চৌধুরী, মাওলানা দেলোয়ার হোসেন, জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-জেটেব আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফখরুল আলম ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার এ বি এম রুহুল আমীন আকন্দ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ, ডিইএব মহাসচিব ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) সভাপতি জাহানারা বেগম ও সাধারণ সম্পাদক সুজন মিয়া, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) সভাপতি এ কে এম মুসা (লিটন), ইউনানী আয়ুর্বেদিক গ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আগড্যাব) সভাপতি ডা. মির্জা লুৎফর রহমান লিটন ও মহাসচিব ডা. আমিনুল বারী কানন, ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (প্যাব) সভাপতি মো. কামরুজ্জামান কল্লোল ও সাধারণ সম্পাদক মো. তানভীরুল আলম প্রমুখ।
(ঢাকাটাইমস/৫জুলাই/মোআ)

মন্তব্য করুন