প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল মঞ্চে বাংলাদেশ!

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৫, ২০:৩১| আপডেট : ০২ জুলাই ২০২৫, ২৩:০২
অ- অ+

গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মিয়ানমারকে হারানোর পরই এএফসি নারী এশিয়ান কাপে নাম লেখানোর হাতছানি ছিল বাংলাদেশের সামনে। সি গ্রুপের অপর খেলায় বাহরাইন ও তুর্কমেনিস্তানের ম্যাচ ড্র হওয়ায় প্রথমবারের মতো মূল পর্বে উঠে গেল বাংলার নারীরা।

আজই (বুধবার, ২ জুলাই) ইয়াঙ্গুনের থুউন্না যুব ট্রেইনিং সেন্টার স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মিয়ানমারকে ২-১ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা। ম্যাচের দুই অর্ধে হয়েছে বাংলাদেশের গোল দুটি। দুটি গোলই করেন ঋতুপর্ণা চাকমা।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে র‌্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ হারায় ঋতুপর্ণারা। দুই ম্যাচে বিপক্ষ জালে ৯ গোল। নিজেদের জাল থাকল অক্ষত।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সি গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে বাটলারের লাল-সবুজের দল। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী শনিবার তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে হারিয়েছিল মিয়ানমার, যারা আজ বাংলাদেশের সঙ্গে হারল ২-১ গোলে।

শনিবার অনুষ্ঠেয় তুর্কিমেনিস্তান ম্যাচটি এখন বাংলাদেশের জন্য অনেকটা আনুষ্ঠানিকতা। আজ গ্রুপের অপর খেলায় বাহরাইন ও তুর্কমেনিস্তানের ম্যাচ ড্র হওয়ায় মূল পর্বের দরজা খুলে যায় লাল-সবুজের নারীদের জন্য। প্রথমবারের মতো ফুটবলে নারীদের এশিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলতে যাচ্ছে বাংলাদেশ!

(ঢাকাটাইমস/২জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
ভানভীরের ফাইফারে শ্বাসরুদ্ধকর জয় পেল টাইগাররা
বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন যুবক!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা