টেক্সাসে হঠাৎ ভয়াবহ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ বহু শিশু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২৫, ১০:২০| আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১২:০৬
অ- অ+

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ-মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মৌসুমি ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড়ের কারণে গুয়াদালুপে নদীর পানি হঠাৎ ২৬ ফুট বেড়ে যাওয়ায় এই প্রাণঘাতী পরিস্থিতির সৃষ্টি হয়। এ ছাড়া স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, গ্রীষ্মকালীন একটি ক্যাম্পে থাকা প্রায় ২০ জন মেয়েশিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের।

গভর্নর ড্যান প্যাট্রিক এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মাত্র ৪৫ মিনিটের মধ্যেই নদীর পানি বিপৎসীমার অনেক ওপরে চলে যায়। এই ঘটনাকে তিনি ‘ধ্বংসাত্মক ও নজিরবিহীন’ বলে উল্লেখ করেন।

উদ্ধার অভিযানে কাজ করছে জরুরি সেবার শত শত কর্মী ও ১৪টি হেলিকপ্টার।

কার কাউন্টির শেরিফ ল্যারি লেইথা জানান, বন্যায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। ইতোমধ্যে কার কাউন্টির কিছু অংশে জরুরি বন্যা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ২৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ শিশুদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

কারভিলের নগর ব্যবস্থাপক ড্যালটন রাইস জানান, “ভোর হওয়ার আগেই হঠাৎ বন্যা নেমে আসে। এত দ্রুত পানি বেড়ে যায় যে আগেভাগে কোনো সতর্কতা দেওয়ার সুযোগ পাওয়া যায়নি।”

প্রচণ্ড গরমের মাঝে এই আকস্মিক দুর্যোগে টেক্সাসবাসী চরম বিপাকে পড়েছে। রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে গভর্নরের দপ্তর।

(ঢাকাটাইমস/৫ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
ভানভীরের ফাইফারে শ্বাসরুদ্ধকর জয় পেল টাইগাররা
বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন যুবক!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা