গিলের ডাবল সেঞ্চুরির পর জবাব দিতে নেমে চাপে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৫, ১০:০১
অ- অ+

শুবমান গিলের একাধিক রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে এজবাস্টন টেস্টে ভারত ৫৮৭ রানের পাহাড় গড়ে। দ্বিতীয় দিন শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের টপ অর্ডারে ধস নামে।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ৭৭। ৩৭ বলে এক চারে ১৮ রানে ব্যাট করছেন জো রুট। তার সঙ্গে অবিচ্ছিন্ন ৫২ রানের জুটিতে হ্যারি ব্রুকের অবদান ৫৩ বলে ৩০ রান।

৩৮৭ বল খেলে ২৬৯ রানের ইনিংসে দ্বিতীয় দিন সবটুকু আলো কেড়ে নিয়েছেন গিল। উপমহাদেশের বাইরে ভারতের অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে খেলেছেন সর্বোচ্চ রানের ইনিংস। ভারতীয় কোনো ব্যাটসম্যানের সপ্তম সর্বোচ্চ, দেশের বাইরে তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংসে আপাতত এজবাস্টন টেস্টে চালকের আসনে আছে সিরিজে পিছিয়ে থাকা সফরকারীরা।

বড় ইনিংসের পর ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ দৃঢ় করতে ভারতের দরকার ছিল শুরুতে উইকেট। সেটাই এনে দিয়েছেন আকাশ দিপ ও মোহাম্মদ সিরাজ।

তৃতীয় ওভারে পরপর দুই বলে বেন ডাকেট ও অলি পোপকে বিদায় করেন আকাশ দিপ। দুই ইংলিশ ব্যাটসম্যানই ফেরেন শূন্য রানে। সিরাজের শিকার ওপেনার জ্যাক ক্রলি।

২৫ রানে প্রথম ৩ ব্যাটসম্যানকে হারানো ইংল্যান্ড প্রতিরোধ গড়েছে রুট ও ব্রুকের ব্যাটে। তৃতীয় দিন স্বাগতিকদের সামনে অপেক্ষা করছে লম্বা লড়াই।

এর আগে এজবাস্টনে ৫ উইকেটে ৩১‌০ রান নিয়ে দিন শুরু করা ভারত এগিয়ে যায় অনায়াসে। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান গিল ও জাদেজা সাবলীল ব্যাটিংয়ে হতাশা বাড়ান স্বাগতিকদের।

তাদের জুটিতে একশ আসে কেবল ১৪৩ বলে। ছয় চারে ৮০ বলে পঞ্চাশ ছুঁয়ে অধিনায়ককে সঙ্গ দেন জাদেজা।

টানা দুই টেস্টে নিজের সর্বোচ্চ রানের দেখা পাওয়া গিল ১৭ চারে ২৬৩ বলে এই সংস্করণে প্রথমবার দেড়শ রানের দেখা পান। জাদেজার সঙ্গে তার জুটি ছাড়ায় দুইশ, দল ছাড়ায় চারশ।

আগের দিন অপরাজিত থাকা রবীন্দ্র জাদেজা সেঞ্চুরি বঞ্চিত হন। গিলের সঙ্গে ২০৩ রানের জুটি গড়ে থামেন তিনি। ১৯৭ বলে ৮৯ রান করেন এই ব্যাটার।

তারপর গিল ও ওয়াশিংটন সুন্দর ক্রিজে থিতু হন। ১৪৪ রানের জুটি গড়েন তারা। ৪২ রান করে রুটের শিকার হন ওয়াশিংটন। শোয়েব বশিরের স্পিনে ২৯ রানের ব্যবধানে শেষ চার উইকেট হারায় ভারত।

৩৮৭ বলে ৩০ চার ও ৩ ছয়ে ২৬৯ রান করে জশ টাংয়ের শিকার হন গিল।

ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন বশির। দুটি করে উইকেট পান ক্রিস ওকস ও টাং।

সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন শেষে)

ভারত ১ম ইনিংস: (আগের দিন ৩১০/৫) ১৫১ ওভারে ৫৮৭ (গিল ২৬৯, জাদেজা ৮৯, সুন্দার ৪২, আকাশ দিপ ৬, সিরাজ ৮, প্রাসিধ কৃষ্ণা ৫*; ওকস ২৫-৬-৮১-২, কার্স ২৪-৩-৮৩-১, টং ২৮-২-১১৯-২, স্টোকস ১৯-০-৭৪-১, বাশির ৪৫-২-১৬৭-৩, রুট ৫-০-২০-১, ব্রুক ৫-০-৩১-০)

ইংল্যান্ড ১ম ইনিংস: ২০ ওভারে ৭৭/৩ (ক্রলি ১৯, ডাকেট ০, পোপ ০, রুট ১৮*, ব্রুক ৩০*; আকাশ দিপ ৭-১-৩৬-২, সিরাজ ৭-২-২১-১, প্রাসিধ কৃষ্ণা ৩-০-১১-০, নিতিশ ১-০-১-০, জাদেজা ২-১-৪-০)

(ঢাকাটাইমস/৪জুলাই/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা