যারা পিআর নির্বাচন চাইছে তারা ‘চরের দল’: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২৫, ১৯:৩০
অ- অ+

সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা বা পিআরের পক্ষে যারা অবস্থান নিচ্ছে, তাদের ‘চরের দল’ আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (৫ জুলাই) দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি আয়োজিত এক সমাবেশে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যারা অতীতে আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে নির্বাচনের বৈধতা দিয়েছে, আজ তারাই সংস্কার কমিশনের ব্যানারে এসে গণতন্ত্রের ভাষা ব্যবহার করছে। সোহরাওয়ার্দী উদ্যানে যারা সংখ্যানুপাতিক ভোটব্যবস্থার দাবি তুলেছে, তাদের ভূমিকা সন্দেহজনক।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘দেশে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে—গণতন্ত্রকে বিকৃত করে জনগণের অধিকার কেড়ে নেওয়ার। সরকার ও তার মিত্ররা চাইছে, ভিন্নধারার সংস্কারের নামে দীর্ঘমেয়াদি ক্ষমতা টিকিয়ে রাখতে। কিন্তু বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গেলে প্রকৃত অর্থেই সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন করবে।’

সংস্কার নিয়ে মতভেদ থাকলেও জুলাই অভ্যুত্থানের চেতনায় ঐক্য গড়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘ভিন্নমত থাকতেই পারে। তবে যারা দেশে গণতান্ত্রিক অভ্যুত্থান চায়, তাদের এক ছাতার নিচে আসা প্রয়োজন।’

এ সময় নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ প্রসঙ্গেও কথা বলেন তিনি। বলেন, ‘ছাত্রদের নতুন দলের প্রতি শুভকামনা থাকলো। তারা বলছে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না। কিন্তু সেই মৌলিক সংস্কার কী—তা স্পষ্ট করছে না। কথার ভেতর যদি ধোঁয়াশা থাকে, জনগণ তা বুঝে ফেলবে।’

বিএনপি আবারও রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করে সালাহউদ্দিন বলেন, ‘বিচারের নামে কেউ যদি ভোট ছাড়া ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে, তা দুঃস্বপ্নে পরিণত হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই থেমে থাকবে না।’

(ঢাকাটাইমস/০৫জুলাই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াতের সমবেশ উপলক্ষে বরাদ্দকৃত ট্রেন পরিচালনায় নিয়ম ভঙ্গ হয়নি : রেলপথ মন্ত্রণালয়
নারায়ণগঞ্জকে আর কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না: নাহিদ
চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সেলিম প্রধানের
সুরের মূর্ছনায় ‘মায়াবী সন্ধ্যা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা