ই-কমার্স প্রতিষ্ঠান

‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২৫, ০০:৫২| আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০১:০৩
অ- অ+

গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান ডা. মুজতবা আলী ওরফে এম. আলীকে আটক করেছে প্রতিষ্ঠানটি দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। বর্তমানে তিনি ভাটারা থানায় পুলিশের হেফাজতে আছেন।

পুলিশের একটি সূত্র জানায়, শনিবার রাত ৮টার দিকে বেশ কয়েকজন মিলে তাকে আটকের পর পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এরপর তাকে গ্রেপ্তার করার দাবীতে থানার সামনে মিছিল করে।

সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ঊধ্বর্তনদের পরামর্শ অনুযায়ী তার গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রতি গ্রাহকের ১১৬ কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে ‘ধামাকা শপিং’-এর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে প্রায় ৬২ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ— সিআইডি।

ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের নির্দেশে এসব সম্পত্তি ক্রোক করা হয়। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ সুপার আল মামুনের আবেদনের প্রেক্ষিতে গত ১৬ জুন এই আদেশ জারি করেন আদালত।

(ঢাকাটাইমস/৬জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেসবুকে লাভজনক বিনিয়োগের প্রলোভন, শতাধিক মানুষকে ঠকিয়েছে নাইজেরিয়ান চক্রটি
সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা
কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
মিরপুরে বাসায় ঢুকে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা