কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৫, ২২:১০
অ- অ+

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে সিএনজিসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের টহলদল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৪৫৫টি শাড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪৭ লাখ ৯০ হাজার টাকা।

সোমবার বিকালে ১০ বিজিবি'র দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লা আদর্শ সদরের চাঁনপুর নামক এলাকায় বিজিবির অভিযানে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে শাড়ির এ বিশাল চালানটি উদ্ধার করা হয়। এসময় সিএনজিচালক পালিয়ে যায়। তবে সিএনজিটি জব্দ করেছে বিজিবি৷

আটককৃত শাড়িগুলো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কুমিল্লা কাস্টমসে হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছে বিজিবি কর্তৃপক্ষ।

এই বিষয়ে জানতে চাইলে, ১০ বিজিবির সিও লেঃ কর্নেল মীর আলী এজাজ, পিএসসি মুঠোফোনে বলেন, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তের অভ্যন্তরে অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ ও সক্রিয় রয়েছে। কটকবাজার সীমান্তপথে বিজিবির কড়া নজরদারি থাকবে। আশা করি, এতে চোরাচালান অনেকাংশেই কমে আসবে৷

(ঢাকা টাইমস/০৭জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের বাইরে অন্য কোনো পথ গ্রহণযোগ্য নয় : মঈন খান
নীলফামারী জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা
এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় ১২ দলীয় জোটের নিন্দা
রাজনীতিতে শিষ্টাচার শুধু বিএনপির মধ্যেই আছে : আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা