যারা নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে তারা দেশের ভালো চায় না: নীরব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৫, ১৯:৪৬| আপডেট : ০৭ জুলাই ২০২৫, ২০:৪১
অ- অ+

জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব বলেছেন, যারা নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে তারা দেশের ভালো চায় না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে। ভেঙে পড়া দেশটাকে নতুন করে সাজাতে হবে।

আজ সোমবার (৭ জুলাই) দিনব্যাপী ঢাকা-১২ আসনের শেরেবাংলা, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, তেজগাঁও কলোনি বাজার, সাতরাস্তা ট্রাকস্ট্যান্ড ও হাতিরঝিল এলাকার সর্বস্তরের জনগণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি

নীরব বলেন, যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এত মানুষ জীবন দিয়েছে, অজস্র মানুষ পঙ্গু হয়েছে, সে গণতন্ত্র আজও অধরা রয়ে গেল। যত দিন পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে তত দিন আমরা ভোটাধিকারের জন্য সংগ্রাম অব্যাহত রাখব।

কারা ভোটের আগে বিভিন্ন শর্ত দিচ্ছেন, কারা নির্বাচন পেছানোর অপচেষ্টা করছেন,সেটি দেখার তাগিদ দিয়ে নীরব বলেন, যে গুটিকয়েক দল এই দাবি করছেন, তারা জানে রাষ্ট্রক্ষমতায় জনগণ তাদের আনবে না। আজকে অনেকেই বড়গলায় কথা বলছেন, অথচ নিজ এলাকায় তাদের কোনো অবস্থান নেই ।

(ঢাকাটাইমস/৭জুলাই/জেবি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে কারফিউ জারি
কড়া পাহারায় নিরাপদে গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-সারজিসরা
ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী হত্যা মামলায় সাবেক এমপি মনু গ্রেপ্তার
ব্লকেড সরিয়ে নিন, রাজপথে অবস্থান করুন: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা