তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২৫, ০০:০৫
অ- অ+

বাগেরহাটের শরণখোলা উপজেলা বিএনপির আসন্ন দ্বিবার্ষিক কাউন্সিল-২০২৫ ঘিরে দলের অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছেছে। কাউন্সিলর তালিকায় অনিয়ম ও বহিষ্কৃত নেতার স্ত্রীর প্রার্থীতা বাতিলের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত চিঠি দিয়েছেন উপজেলার শীর্ষস্থানীয় কয়েকজন নেতা।

শনিবার (৫ জুলাই) রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে এ চিঠি হস্তান্তর করেন শরণখোলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক মোল্লা ইসাহাক আলী ও সাবেক আহ্বায়ক ফজলুল হক তালুকদার।

চিঠিতে অভিযোগ করা হয়, উপজেলা বিএনপির কাউন্সিলর তালিকায় ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে সুবিধাবাদী ও ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের রাখা হয়েছে। তারা বলেন, বহিষ্কৃত নেতা খান মতিয়ার রহমানের স্ত্রী আঞ্জুমান আরা আলোকে সভাপতি পদে প্রার্থী করা দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলার পরিপন্থী। তার প্রাথমিক সদস্যপদও অবৈধভাবে দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।

চিঠিতে আরও বলা হয়, খান মতিয়ার রহমান অতীতে আওয়ামী লীগপন্থী কার্যকলাপে জড়িত ছিলেন এবং দলের নির্দেশ অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এমন ব্যক্তির স্ত্রীকে সভাপতি প্রার্থী করায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ ছাড়া আঞ্জুমান আরার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড, মানুষের জমি দখল এবং রাজনৈতিক অজ্ঞতার অভিযোগও তোলা হয় চিঠিতে।

তারা অভিযোগ করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঞ্জুমান আরাকে নিয়ে প্যানেল ঘোষণা করে উপজেলা বিএনপির ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং ভিডিওসহ কুরুচিপূর্ণ বক্তব্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তাই তারা অবিলম্বে ত্রুটিপূর্ণ কাউন্সিলর তালিকা বাতিল, ত্যাগী নেতাকর্মীদের দিয়ে নতুন তালিকা প্রণয়ন এবং আঞ্জুমান আরার প্রাথমিক সদস্যপদ ও সভাপতি প্রার্থীতা বাতিলের দাবি জানান তারেক রহমানের কাছে।

তবে অভিযোগ বিষয়ে আঞ্জুমান আরার বক্তব্য পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/০৬জুলাই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা