আপনি এত বড় পরিবেশবাদী হয়ে গেছেন?, জামায়াত আমিরকে ইঙ্গিত করে রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২৫, ২১:১৩
অ- অ+

নির্বাচনের পরিবেশ নেই’ গতকাল শুক্রবার দেয়া জামায়াত আমিরের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অনেকেই নির্বাচন নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন দেশে এখন নির্বাচনের পরিবেশ নেই। আপনি এত বড় পরিবেশবাদী হয়ে গেছেন? কৌশলে নানা কথার ফুলঝুরি ছড়িয়ে নির্বাচন পেছানোর যড়যন্ত্র করছেন।

শনিবার বিকালে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে মহানগর উত্তর বিএনপির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীর বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমীরের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, আপনাদের অতীত ইতিহাস আমরা জানি। নির্বাচনের পরিবেশ নেই এমন বক্তব্য দেয়ার উদ্দেশ্যটা কী? আমরা তো আপনাদের ঐতিহ্যের কথা জানি। আপনি হঠাৎ এত বড় পরিবেশবাদী হয়ে গেলেন? যুগযুগ ধরে মানুষের যে অধিকার এটা তো রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে। আপনি পরিবেশবাদী হয়ে থাকলে বিশ্ব পরিবেশের আজকে যে অবনয়ন হচ্ছে সেটি নিয়ে কাজ করুন।

শেখ হাসিনার নিপীড়ন নির্যাতনের কথা উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন, আজকে আমাদের মাঝে চৌধুরী আলম নেই, ইলিয়াস আলী নেই, জাকির নেই, সুমন নেই। তাদের সবাইকে গুম করে নিরুদ্দেশ করা হয়েছে। এই ছিল শেখ হাসিনার আমলের ভয়াল পরিস্থিতি। মানুষ ভয়ে কথা বলতে পারতো না, মায়ের সামনে মেয়েকে, মেয়ের সামনে মাকে অপমান লাঞ্ছিত করা হতো। সেজন্য আমরা বলি সেই ফ্যাসিজমের পুনরাবৃত্তি যেন আবার না হয়।

এসময় তিনি সংস্কার শেষে যৌক্তিক সময়ে দ্রুত নির্বাচনের দাবি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোরশেদ হাসান খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রমুখ।

(ঢাকা টাইমস/০৫জুলাই/জেবি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা