স্বাস্থ্যখাত এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে: ডা. রফিকুল ইসলাম

জুলাই অভ্যুত্থানের প্রায় এক বছর পেরিয়ে গেলেও এখনও স্বাস্থ্যখাতে ফ্যাসিস্ট শাসনামলের সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
শনিবার (৫ জুলাই) দুপুরে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের আইসিইউতে ভর্তি যুবদল নেতা হুমায়ুন কবিরের ছোট ভাই মো. সেন্টুকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. রফিক বলেন, ‘স্বৈরশাসকের দোসর হিসেবে যারা জাতীয়তাবাদী চিকিৎসকদের ওপর নিপীড়ন চালিয়েছে, যারা আন্দোলনে আহতদের চিকিৎসা করতে দেয়নি—তারা এখনো দায়িত্বে রয়ে গেছে। এটি নতুন বাংলাদেশের সঙ্গে বেমানান, এটা মেনে নেওয়া যায় না।’
তিনি অভিযোগ করেন, এখনও বিএনপি-ঘেঁষা বা জাতীয়তাবাদী চিকিৎসকরা কাঙ্ক্ষিত পদোন্নতি ও সম্মান পাচ্ছেন না, বরং হয়রানির শিকার হচ্ছেন। ‘আমি সরকারের কাছে আহ্বান জানাই—এই দোসরদের দ্রুত অপসারণ করুন। যাদের অবদান ছিল, তাদের যথাযথ মূল্যায়ন করুন,’—বলেন ডা. রফিক।
হাসপাতালে উপস্থিত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি রোগীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ড্যাব বক্ষব্যাধি, লেপ্রসি ও ক্যান্সার শাখার সাধারণ সম্পাদক ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মো. জিয়াউল করিম, সাবেক ড্যাব সহ-সভাপতি গোলাম সরোয়ার লিয়াকত হোসেন বিদ্যুৎ, সহ-দপ্তর সম্পাদক ডা. আশরাফুল আলম খান, সার্জারি বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর হোসেন, পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডা. রইস উদ্দিন, ডা. সায়েম ফায়েজি, ডা. সৈয়দা নুরে জান্নাতসহ চিকিৎসা সংশ্লিষ্ট অনেকে।
ডা. রফিকের দাবি, স্বাস্থ্যখাতে ন্যায্যতা ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠা না হলে হাজারো শহীদের আত্মত্যাগের সঙ্গে বেঈমানি করা হবে।
(ঢাকাটাইমস/০৫জুলাই/জেবি)

মন্তব্য করুন