মালয়েশিয়ার অভিযোগে জঙ্গি সন্দেহে ঢাকায় গ্রেপ্তার তিনজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২৫, ১৮:৫৮| আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৯:১২
অ- অ+

মালয়েশিয়ায় জঙ্গিবাদের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া তিন বাংলাদেশিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার (৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমানের আদালত এই আদেশ দেন।

এর আগে তিনজনকে আদালতে হাজির করে পুলিশ তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখায় এবং কারাগারে পাঠানোর আবেদন করে।

সম্প্রতি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানান, উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সম্পর্কিত ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে মালয়েশিয়ার সন্ত্রাসবাদসংশ্লিষ্ট অপরাধ আইন অনুযায়ী অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে তিনজনের বিরুদ্ধে সরাসরি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

গতকাল শুক্রবার (৪ জুলাই) ওই তিন বাংলাদেশি দেশে ফিরে আসার পর তাদের হেফাজতে নেয় পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

এটিইউর ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়া জানান, এই তিনজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ায় আটক হওয়া বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/৫জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নিরবচ্ছিন্ন অর্থায়ন জরুরি
নোয়াখালীর সব প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ ঘোষণা, শিক্ষকদের প্রস্তুত থাকার নির্দেশ
মিরসরাইয়ের নিষিদ্ধ ট্রেইল মেলখুমে দুই পর্যটকের মৃত্যু, আহত ৩
টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবার বড় চালান জব্দ, স্ত্রী আটক— চোরাকারবারি পলাতক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা