অকাল প্রয়াণ নীল ছবির তারকা কাইলি পেজের, মৃত্যুকালে বয়স ২৮

প্রখ্যাত মার্কিন প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র (নীল ছবির) অভিনেত্রী ও রিয়্যালিটি শো তারকা কাইলি পেজ আর নেই। মাত্র ২৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন তিনি। ২৫ জুন লস অ্যাঞ্জেলেসের নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
কাইলি পেজের প্রকৃত নাম ছিল কাইলি পাইলান্ট। আকস্মিক এই মৃত্যু হতবাক করে দিয়েছে তার পরিবার, বন্ধু এবং অসংখ্য ভক্তদের।
মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানায়, ঘটনাস্থল থেকে ফেন্টানিলসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক গ্রহণেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। পুলিশ নিশ্চিত করেছে, তার মৃত্যুর পেছনে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি।
কাইলি পেজ যুক্তরাষ্ট্রের ওকলাহোমার তুলসা শহরে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি ভিক্সেন মিডিয়া গ্রুপ ও ব্রাজার্সসহ নামী প্রযোজনা প্রতিষ্ঠানের হয়ে ২০০টিরও বেশি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেন।
একটি সময় তিনি নেটফ্লিক্সের একটি জনপ্রিয় রিয়্যালিটি শোতেও অংশ নেন, যা তাকে মূলধারার বিনোদন অঙ্গনেও পরিচিত করে তোলে।
কাইলির মৃত্যুর পর এক বিবৃতিতে পর্ন সংস্থা ব্রাজার্স গভীর শোক প্রকাশ করে বলেছে, ‘কাইলি তার হাসি, দয়া এবং ইতিবাচক মনোভাবের জন্য সবসময় আমাদের মনে থাকবে। এই শোকের সময়ে আমরা তার পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

মন্তব্য করুন