লাশ নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল দুজনের

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২৫, ২২:৩৭
অ- অ+

সৌদি প্রবাসী এক তরুণের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার আপন ভাই ও এক প্রতিবেশী। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরেকজন। শনিবার (৫ জুলাই) বিকাল ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, গত এক বছর আগে সৌদি আরবে মারা যান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বুঝপুর গ্রামের বাসিন্দা প্রবাসী রুবেল। আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ শনিবার সকালে ঢাকায় পৌঁছায়। পরে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সে করে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বিকেল নাগাদ চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় পৌঁছলে লাশবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি ১৪ চাকার লরি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন রুবেলের বড় ভাই বাবুল (৩২) ও প্রতিবেশী ওসমান মিয়া (৪০)। গুরুতর আহত অবস্থায় মহাসড়কের ওপর ছিটকে পড়েন আরেক প্রতিবেশী বশির মিয়া (৩০)। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহত বশির মিয়াকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহত ও আহত সবাই চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বুঝপুর গ্রামের বাসিন্দা।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা জানিয়েছেন, লাশবাহী গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল। ফলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। তিনি আরও জানান, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

(ঢাকা টাইমস/০৫জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
চিলড্রেন্স পার্টি কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই: মির্জা আব্বাস 
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা