সেনাবাহিনীর সর্বনাশ হয়েছে র‌্যাবের কারণে: সম্পাদক মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২৫, ১৮:২২| আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৮:৩৩
অ- অ+

র‌্যাব থেকে সামরিক বাহিনীর সদস্যদের প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। তার মতে, র‌্যাবে সেনাবাহিনীর সদস্যদের অন্তর্ভুক্তি ছিল একটি ‘রং কনসেপ্ট’, যা পুলিশ ও সেনাবাহিনী—দুই বাহিনীর জন্যই ক্ষতিকর প্রমাণিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘বাংলাদেশ পুলিশ সংস্কার: প্রেক্ষিত নাগরিক ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ‘র‌্যাব অনেক ভালো কাজ করেছে, কিন্তু র‌্যাবে সামরিক কর্মকর্তাদের ঢোকানো ছিল একটা বড় ভুল। আমি আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলে যাবো—এটা পুলিশের এবং সামরিক বাহিনীর উভয়ের জন্য সর্বনাশ ডেকে এনেছে।’

তিনি বলেন, ‘সামরিক বাহিনী র‌্যাবে ঢুকে করাপ্ট হয়েছে (দুর্নীতিপরায়ণ), ক্রিমিনাল হয়েছে। এর জ্বলন্ত উদাহরণ নারায়ণগঞ্জের সাত খুন। সেখানে সামরিক কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদের চরিত্রই নষ্ট হয়ে গেছে। র‌্যাবে না এলে এসব হতো না।’

তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এই সরকার চাইলেই পুলিশ সংস্কারের অংশ হিসেবে র‌্যাব থেকে সেনা সদস্যদের প্রত্যাহার করতে পারে। এখনই সময় এই ভুল সিদ্ধান্ত শুধরে নেওয়ার।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক ডিআইজি ড. মতিয়ার রহমান। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি ড. এম আকবর আলী।

এতে অংশ নেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. কামরুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. বোরহান উদ্দিন খান, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের, এনসিপির জারিফ রহমান, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফরিদ আহম্মেদ, ঢাবির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক প্রফেসর শরিফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ তারিকুল ইসলাম, সাবেক সচিব এস এম জহুরুল ইসলাম, সাবেক আইজিপি আশরাফুল হুদা প্রমুখ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা