চট্টগ্রামে ৩১৭০ লিটার অবৈধ অকটেনসহ আটক ১

চট্টগ্রামের ব্রিজ ঘাটে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৩১৭০ লিটার অবৈধ অকটেনসহ ১ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, সদর ঘাট থানাধীন ব্রিজ ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় পাচারকারীদের বোট হতে অবৈধ অকটেন নামাতে দেখা যায়। এসময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কোস্ট গার্ড সদস্যদের উপর অতর্কিত হামলা করে। পরবর্তীতে কোস্ট গার্ডের অভিযানিক দল ঘটনার স্থল হতে প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ১ শত ৭০ লিটার অবৈধ অকটেনসহ ১ জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃতের নাম, মো. শহিদ (৩০)।
আটককৃত পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
(ঢাকাটাইমস/৪জুলাই/এলএম)
মন্তব্য করুন