মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আজ হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৫, ১০:৪১| আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১১:৫৫
অ- অ+

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হবে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজ সোমবার (৭ জুলাই) শুনানি হবে।

আজ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানি করবেন।

আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। অন্যজন গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

গত ১ জুলাই এই মামলায় প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানি সরাসরি টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রচার করা হয়েছিল।

সেদিন রাষ্ট্রপক্ষ তাদের শুনানি শেষ করলেও আসামিপক্ষ কোনো শুনানি করেনি। আজ আসামি পক্ষের শুনানি হওয়ার কথা।

মামলার ফরমাল চার্জ দাখিলের পর ট্রাইব্যুনালের নির্দেশে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হাজিরের জন্য। কিন্তু তারা হাজির হননি। তাই ট্রাইব্যুনাল তাদের পক্ষে আইনজীবী নিয়োগ করেন।

বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের আশ্রয়ে দিল্লিতি আছেন। আর আসাদুজ্জামান খান কামাল পালিয়ে ভারতের কলকাতায় অবস্থান করছেন।

প্রসিকিউশন জানায়, অভিযোগ গঠিত হলে চলতি মাসের শেষে কিংবা আগস্টের শুরুতে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হতে পারে।

(ঢাকাটাইমস/৭জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা