কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযান

টেকনাফের পাহাড়ে বিপুল অস্ত্র ও মাদক জব্দ, অপহৃত ব্যক্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২৫, ১৬:১৬
অ- অ+

কক্সবাজারের টেকনাফে পাহাড়ে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদক জব্দ করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে অপহৃত এক ব্যক্তিকে।

রবিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—টেকনাফ থানাধীন জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় একদল সশস্ত্র ডাকাত অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১১টা ৩০ মিনিটে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও টেকনাফ থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযানের সময় ডাকাত দলের সদস্যরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে অভিযানিক দলও ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাত সদস্যরা গহীন পাহাড়ে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলের একটি আস্তানায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়—একটি জি-৩ বিদেশি রাইফেল, একটি ৯ মিমি ও একটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, তিনটি একনলা দেশি আগ্নেয়াস্ত্র, ৩ হাজার ১০০ রাউন্ড রাইফেলের গুলি ও ১৪ রাউন্ড পিস্তলের গুলি।

এছাড়াও সেখান থেকে প্রায় ৫ কোটি ৩ হাজার ৬০০ টাকা মূল্যের ১ কেজি আইস (ক্রিস্টাল মেথ) এবং ৪ লিটার দেশি মদ জব্দ করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় অপহৃত এক ব্যক্তিকে।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার করা অস্ত্র ও মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা এবং উদ্ধার হওয়া ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সংস্থাটি আরও জানায়, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহল অব্যাহত রেখেছে কোস্ট গার্ড। অবৈধ অস্ত্র, মাদক ও ডাকাতি প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/৬জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা