মাস্কের নতুন দল গঠনকে ‘উদ্ভট’ বললেন ট্রাম্প, সমালোচনা করলেন নিজেরই নাসা প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৫, ১০:১৮| আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১১:৪৪
অ- অ+

টেক ধনকুবের ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনকে ‘উদ্ভট’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমেরিকায় সব সময়ই দুই দলের সিস্টেম চলে এসেছে। তৃতীয় দল কেবলই অনিশ্চয়তা বাড়াবে। খবর রয়টার্সের।

সম্প্রতি মাস্ক ট্রাম্পের বিরুদ্ধে নিজের অবস্থান আরও তীব্র করেন এবং যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। এর পরদিন ট্রাম্প নিউ জার্সির মরিসটাউন থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, "আমি মনে করি তৃতীয় দল গঠন করা একটা উদ্ভট ব্যাপার। রিপাবলিকান পার্টি দিয়ে আমরা দারুণ সাফল্য পাচ্ছি। ডেমোক্র্যাটরা পথ হারিয়ে ফেলেছে, কিন্তু যুক্তরাষ্ট্রে সব সময়ই দ্বিদলীয় ব্যবস্থা কাজ করেছে। তৃতীয় দল শুধুই বিভ্রান্তি বাড়াবে।"

তিনি আরও বলেন, "এই ব্যবস্থা আসলে দুই দলের জন্যই তৈরি হয়েছে। তৃতীয় দল কখনোই সফল হয়নি, তাই ও (মাস্ক) চাইলে মজা করতে পারে, কিন্তু আমি একে উদ্ভটই বলব।"

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তৃতীয় কোনো দল গঠন করা উদ্ভট ব্যাপার। রিপাবলিকান পার্টি দারুণ সাফল্য পাচ্ছে। ডেমোক্র্যাটরা পথ হারিয়েছে, কিন্তু এটি সবসময়ই দুই-দলের রাজনীতি ছিল। তৃতীয় দল কেবল বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা বাড়ায়। ইতিহাসে তৃতীয় দল কখনোই কাজ করেনি।'

এই মন্তব্যের কিছুক্ষণ পর ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে আরও একটি পোস্ট করেন, সেখানে লেখেন, "আমি দুঃখিত যে এলন মাস্ক পুরোপুরি ‘পথ হারিয়েছে’, গত পাঁচ সপ্তাহে সে যেন এক ট্রেন দুর্ঘটনায় পরিণত হয়েছে।"

শনিবার মাস্ক ঘোষণা দেন যে তিনি নতুন একটি দল গঠন করছেন, যার নাম “আমেরিকা পার্টি”। তিনি বলেন, ট্রাম্পের কর ছাড় ও সরকারি ব্যয়ের বিল যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে ফেলবে।

রবিবার মাস্ক এক্স-এ (সাবেক টুইটার) লেখেন, "@DOGE’র উদ্দেশ্য কী ছিল, যদি সে (ট্রাম্প) ৫ ট্রিলিয়ন ডলার ঋণ বাড়িয়েই দেয়?"

উল্লেখ্য, DOGE নামে পরিচিত এক সরকারি ব্যয় হ্রাসকারী সংস্থা মাস্ক কিছুদিনের জন্য পরিচালনা করেছিলেন। সমালোচকরা বলছেন, এই বিল যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতিকে বিপজ্জনকভাবে বাড়িয়ে দেবে।

মাস্ক বলেন, তার নতুন দল আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে লড়বে, যারা এই বিপুল ব্যয়ের বিলটিকে সমর্থন করেছেন। মাস্ক ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় বহু মিলিয়ন ডলার ব্যয় করেছিলেন এবং দীর্ঘ সময় হোয়াইট হাউজে ট্রাম্পের পাশে দেখা যেত তাকে। তবে এই ব্যয় বিল নিয়ে মতবিরোধের কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, যেটি মাস্ক পরে মিটমাট করার চেষ্টা করেও ব্যর্থ হন।

ট্রাম্প বলেন, মাস্ক বিরক্ত কারণ এই বিল টেসলার ইলেকট্রিক গাড়িগুলোর জন্য দেওয়া গ্রিন এনার্জি কর ছাড় বাতিল করেছে। ট্রাম্প আরও হুমকি দেন, মাস্কের প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্স যেসব সরকারি চুক্তি ও ভর্তুকি পাচ্ছে, তা বন্ধ করে দেওয়া হতে পারে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে আরও বলেন, মাস্কের ঘনিষ্ঠ বন্ধু জ্যারেড আইজাকম্যানকে নাসার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া “অনুপযুক্ত” ছিল, কারণ মাস্কের সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। ট্রাম্প গত ডিসেম্বরে বিলিয়নিয়ার প্রাইভেট অ্যাস্ট্রোনট আইজাকম্যানকে নাসার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে মনোনীত করেন, কিন্তু মে মাসের ৩১ তারিখে ভোট হওয়ার আগেই সেটি প্রত্যাহার করে নেন।

রবিবার ট্রাম্প নিশ্চিত করেন, তিনি আইজাকম্যানের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড—বিশেষ করে ডেমোক্র্যাটদের প্রতি সমর্থনকে ভালোভাবে নেননি।

তিনি বলেন, "আমি মনে করি এলনের খুব ঘনিষ্ঠ একজন বন্ধু, যিনি স্পেস ব্যবসার সঙ্গে জড়িত, তার দ্বারা নাসা পরিচালিত হওয়া অনুচিত। কারণ নাসা এলনের ব্যবসার বিশাল অংশ। আমার প্রধান দায়িত্ব আমেরিকান জনগণকে রক্ষা করা।"

মাস্কের নতুন দল গঠনের ঘোষণার পরপরই আজোরিয়া পার্টনারস নামের একটি প্রতিষ্ঠান জানায়, তারা তাদের আজোরিয়া টেসলা কনভেক্সিটি এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ETF) এর তালিকাভুক্তি আপাতত স্থগিত করছে। কারণ এই রাজনৈতিক পদক্ষেপ মাস্কের টেসলার সিইও হিসেবে পূর্ণকালীন দায়িত্ব পালনের সঙ্গে সাংঘর্ষিক।

আজোরিয়ার সিইও জেমস ফিশব্যাক এক্স-এ লেখেন, "বোর্ডকে আহ্বান জানাই, তারা যেন দ্রুত বৈঠক করে এলনের রাজনৈতিক অভিপ্রায় ব্যাখ্যা চান এবং সেটা তার সিইও হিসেবে দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা মূল্যায়ন করেন।"

(ঢাকাটাইমস/৭ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা