গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৮২ ফিলিস্তিনির

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৫, ০৯:০৪| আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১১:২৪
অ- অ+

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাজুড়ে রবিবার (৬ জুলাই) ইসরায়েলি হামলায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটিতেই প্রাণ গেছে ৩৯ জনের। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই সপ্তাহেই হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে।

রবিবার গাজা শহরের শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলি হামলার পর বেঁচে ফেরা লোকজন ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। তাঁরা বলেছেন, সেখানকার দৃশ্য ছিল “প্রলয়ের মতো”—নিহতদের দেহাবশেষ উদ্ধার করা হচ্ছিল, আর ধ্বংসস্তুপের নিচে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছিল।

মাহমুদ আল-শেখ সালামা, যিনি গাজা শহরের এক হামলা থেকে বেঁচে ফিরেছেন, জানান, শনিবার রাত ২টার দিকে (জিএমটি ২৩:০০) যখন তিনি ঘুমাচ্ছিলেন, তখন ওই হামলা হয়।

তিনি আল জাজিরাকে বলেন, “আমরা বিকট বিস্ফোরণের শব্দ শুনি, তারপর আরেকটা বিস্ফোরণ। আমরা দৌঁড়ে যাই… এবং দেখি অনেক মানুষ ধ্বংসস্তুপে আটকে আছে—চারটি পরিবার, বহু বাসিন্দা। আমরা বেঁচে থাকা লোকদের খুঁজতে থাকি এবং প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে ধ্বংসস্তুপ ভেঙে দুজনকে জীবিত বের করতে সক্ষম হই। বাকি সবাই শহীদ হয়েছেন এবং এখনো আটকে আছেন।”

আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ, যিনি গাজা শহর থেকে রিপোর্ট করছেন, বলেন, ইসরায়েলের এই নতুন হামলা “যুদ্ধের প্রথম সপ্তাহগুলোর ভয়ঙ্কর ও নির্মম চিত্র স্মরণ করিয়ে দিচ্ছে”—হামলার তীব্রতা ও ব্যাপকতা এতটাই বেশি।

তিনি জানান, “দুই ঘণ্টার মধ্যে আমরা গাজা উপত্যকার বিভিন্ন স্থানে অন্তত সাতটি বিমান হামলা গণনা করেছি।”

তিনি আরও বলেন, “উত্তর দেইর আল-বালাহ এলাকার একটি স্থানীয় কমিউনিটি কিচেনেও হামলা হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন, যার মধ্যে মূল রান্নার দায়িত্বে থাকা ব্যক্তিও ছিলেন।”

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক পরিসংখ্যানে জানায়, উপত্যকায় ইসরাইলি ও যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ উদ্যোগ গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) কেন্দ্রগুলো থেকে খাবার সংগ্রহ করার সময় কমপক্ষে ৭৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪ হাজার ৮৯১ জন।

ট্রাম্প প্রশাসন গত জুনের শেষ দিকে জিএইচএফকে ৩০ মিলিয়ন ডলার সরাসরি অনুদান দেওয়ার ঘোষণা দেয়। তবে অভিযোগ আছে, ইসরায়েলি বাহিনী জিএইচএফ কেন্দ্রগুলোর আশপাশের স্থানে খাবারের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের লক্ষ্য করে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে।

এ নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা থাকলেও মার্কিন প্রশাসনের দাবি, জিএইচএফ একমাত্র সংগঠন যারা গাজা উপত্যকায় খাদ্য ও ত্রাণ সরবরাহ করতে পেরেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিন ইসরায়েলের ১২০০ মানুষকে হত্যা করে প্রায় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস যোদ্ধারা।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে প্রায় ২১ মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে, গত শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

(ঢাকাটাইমস/৭ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা