অর্থনৈতিক অনিয়ম: ভোলার চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিমকে দল থেকে বহিস্কার

ভোলা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৫, ১৬:৪৭| আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১৮:২৪
অ- অ+

অর্থনৈতিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভোলার তজুমদ্দিন উপজেলার ৪নং চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বহিষ্কারাদেশ পত্রে উল্লেখ করা হয়, ইব্রাহিম হাওলাদারের বিরুদ্ধে অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং দলের নীতি ও আদর্শের পরিপন্থী কাজ করার অভিযোগ পাওয়া গেছে।

চিঠিতে বলা হয়, "আপনার এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীতি, আদর্শ এবং সাংগঠনিক সংহতির পরিপন্থী। সুতরাং আপনাকে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।"

দলীয় সূত্রে জানা গেছে, ইব্রাহিম হাওলাদারের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিন ধরে চলে আসছিল। দলীয় হাইকমান্ড এসব অভিযোগের প্রেক্ষিতে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে।

(ঢাকাটাইমস/৪জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা