মধুমতি নদীতে জেলেকে পিটিয়ে হত্যা, মামলার এজাহারনামীয় আসামি সানি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৫, ২৩:৪৭
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মধুমতি নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে শখিনকে (৩৫) হত্যা মামলার আসামী ফরিদ হোসেন ওরফে সানিকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল মধুখালী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে।

এদিন রাতে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৬ জুন রাত অনুমান ২টার দিকে ভিকটিম শখিন খাঁন (৩৫) জীবিকা নির্বাহের জন্য ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন চন্ডিবিলা গ্রামের পশ্চিম পাশে মধুমতি নদীতে মাছ ধরতে গেলে আসামী ফরিদ হোসেন ওরফে সানিসহ অপরাপর আসামীগণ ভিকটিমকে বৈঠা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে মারাত্মক জখম করে নদীতে ফেলে দেয়। এর পরদিন সকাল অনুমান ৬টার দিকে মাগুরা জেলার মোহাম্মদপুর থানাধীন চর পাঁচুরিয়া গ্রামের পূর্ব পাশে মধুমতি নদীর তীরে স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় ভিকটিমের মৃতদেহ দেখতে পায়। পরবর্তীতে স্থানীয় লোকজন থানা পুলিশের সহায়তায় ভিকটিমের মৃতদেহটি মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় মামলা দায়ের হলে মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যার সাথে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র‌্যাব-১০ এ একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এ অধিযাচন পত্রের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল আসামীকে এদিন দুপুরে হত্যা মামলার এজাহারনামীয় আসামী মো. ফরিদ হোসেন ওরফে সানিকে মধুখালী থেকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনেএ জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা