দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গভীর সাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শুক্রবার (৫ জুলাই) বিকেলে এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবির স্বাক্ষরিত সতর্কবার্তায় বলায়, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও গভীর সমুদ্র এলাকায় ঝড়ো হাওয়া বয়েযেতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে উপকূলীয় জেলাগুলোর জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।
(ঢাকাটাইমস/৫জুলাই/এসএস/মোআ)

মন্তব্য করুন