জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনটি শুরু হবে বেলা ১টায়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দলের অবস্থান তুলে ধরবেন।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে সোমবার (৩০ জুন) দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন।
(ঢাকাটাইমস/৩ জুলাই/আরজেড)

মন্তব্য করুন