চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু 

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৫, ২৩:০৭
অ- অ+

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত বড় ভাই আক্তারুজ্জামান (৫৫) ও সেজো ভাই আলম হোসেন (৪০)। তারা দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তপুর গ্রামের মৃত. ইসাহাক মণ্ডলের ছেলে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, বিকাল ৫টার দিকে আক্তারুজ্জামান নামের এক ব্যক্তিকে সদর হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। পরীক্ষা নিরীক্ষার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারী মৌ মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে বড় ভাই বাড়ির উঠানে গবাদিপশুর জন্য মেশিনে ঘাস কাটছিলেন। এ সময় মেশিনে বিদ্যুতায়িত হলে পাশেই সেজো ভাই আলম হোসেন বাঁচাতে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা ছোট ভাইকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বড় ভাইকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই মারা গেছেন বলে শুনেছি। পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। (ঢাকা টাইমস/০৩জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা
কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
মিরপুরে বাসায় ঢুকে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
জাতীয় প্রেস ক্লাবের বিবৃতি: মিডিয়াকে হুমকি প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা