এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৫, ০০:৫৩| আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০১:৪৮
অ- অ+

এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও বাদ গেল ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। এ থেকে নির্বাচন কমিশন (ইসি) সরে আসায় এখন আর ইভিএম ভোটের জন্য কোনো কেন্দ্র থাকবে না। সব কেন্দ্রে ভাট নেওয়া হবে ব্যালট পেপারে।

‘স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ জারি করে এমন সিদ্ধান্তে পৌঁছেছে ইসি।

গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) এটি ইসির ওয়েবসাইটে নিশ্চিত করা হয়। এর আগে গত ২৬ জুন গেজেট করা হয় নীতিমালার।

সম্প্রতি জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নেয় এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন ইসি।

২০২৩ সালের করা নীতিমালায় ইভিএমে ভোটদানের জন্য পৃথক ভোটকক্ষ স্থাপনের বিধান ছিল। এবারের নীতিমালায় এটি বাদ দেওয়া হয়েছে।

ফলে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইভিএমের জন্য কোনো ভোটকেন্দ্র থাকছে না।

সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনেও জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) কর্তৃত্ব কমিয়ে নিজস্ব কর্মকর্তাদের ক্ষমতা দিয়েছে কমিশন। ডিসি ও ইউএনওর নেতৃত্বে গঠিত কমিটি তুলে দেওয়া হয় এবারের ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা থেকে।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে দেড় লাখ ইভিএম কেনে ইসি। এরই মধ্যে ১ লাখ ২০ হাজারের মতো মেশিন ব্যবহার অযোগ্য হয়ে পড়ে। সেগুলো মেরামতের জন্য অর্থ না পাওয়ায় ইভিএম প্রকল্পটি বাতিল করে দেয় ইসি।

ইভিএম কেনাসংক্রান্ত অনিয়ম নিয়ে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান চালায়। এ প্রক্রিয়ার মধ্যেই সম্প্রতি সংসদ নির্বাচনের আইনি কাঠামো থেকে ইভিএমকে বাদ দেয় ইসি। এবার স্থানীয় সরকার নির্বাচনেও ইভিএম বাদ দিল সাংবিধানিক সংস্থাটি।

(ঢাকাটাইমস/৪জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণহত্যার দায়ে শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল
১৬ বছরেও সংস্কার হয়নি মুন্সিরহাট-উভারামপুর সড়ক
আদালতে পলকের কান্না, মৃত্যু সংবাদ শুনেই ভেঙে পড়েন সাবেক প্রতিমন্ত্রী
মুরাদনগরে ধর্ষণ ও নারী নির্যাতন মামলার মূলহোতা শাহপরান ৫ দিনের রিমান্ডে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা