তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে দলীয় পদ-পদবি আর বদলি করিয়ে দেওয়ার নামে টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে শামীম রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে বগুড়ার গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা জানান, সম্প্রতি ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বগুড়ার কয়েকজনের সঙ্গে পরিচয় হয় শামীম রহমানের। এসময় তিনি নিজেকে পেশায় ব্যারিস্টার এবং তারেক রহমানের চাচাতো ভাই বলে পরিচয় দেন। যে কারণে দলে তিনি চাইলেই কাউকে ভালো পদ-পদবি দিতে পারবেন এমন কথাও জানান তিনি।
এই আলাপের সূত্র ধরে গত ২২ জুন ইমরান হোসেন এবং গোলাম রব্বানী জায়েদার নামে দু’জনের সঙ্গে বগুড়ার একটি পার্কে সাক্ষাৎ করেন শামীম রহমান। এসময় তিনি ইমরান হোসেনকে কেন্দ্রীয় যুবদল এবং গোলাম রব্বানীকে জেলা যুবদলের পদ পাইয়ে দেয়ার জন্য দুইজনের কাছ থেকে তিন লাখ টাকা দাবি করেন। পদ পাওয়ার আশায় দুজনে মিলে প্রাথমিকভাবে ৫০ হাজার টাকাও দেন শামীমকে।
পরবর্তীতে ওই দুইজন খোঁজখবর নিয়ে জানতে পারেন শামীম রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই নন এবং তিনি ব্যারিস্টারও নন। বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা বুধবার বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করলে তারেক রহমানের ভাই পরিচয় দেওয়া শামীম রহমানকে শনাক্ত করতে অনুসন্ধান শুরু করে গোয়েন্দা পুলিশ। বুধবার মধ্যরাতের পর শামীমকে আটক করা হয় ঢাকার উত্তরা থেকে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান জানিয়েছেন, আটকের পর শামীম স্বীকার করেছে, সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আত্মীয় নয় এবং ব্যারিস্টারও নয়। এই দুই ভুয়া পরিচয় দিয়ে দলীয় পদ-পদবি দেওয়া এবং সরকারি কর্মকর্তাদের পোস্টিং বদলি এসব কাজ করার নাম করেও বিভিন্ন লোকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও স্বীকার করেছে শামীম। গোয়েন্দা পুলিশের হাতে আটক শামীমের বাড়ি বগুড়া শহরের নিশিন্দারা কারবালা এলাকার।
(ঢাকা টাইমস/০৩জুলাই/এসএ)

মন্তব্য করুন