শেরপুরে জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এটিইউ

শেরপুরের নালিতাবাড়ী থানায় দায়ের করা অপহরণ ও ধর্ষণ মামলার এক জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
সংস্থাটির মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুন গভীররাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বয়রাতলি এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি উজ্জল ইসলাম ওরফে আব্দুল্লাহ আল কাউসার ওরফে কাওয়ারকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার কৌশিক মিয়ার ছেলে।
২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি সকালে এক স্কুলছাত্রীকে (বয়স ১৪) অপহরণ করে ধর্ষণ করেন উজ্জল ইসলাম। ভিকটিমের মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তদন্ত শেষে মামলাটি বর্তমানে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।
ওই মামলায় গ্রেপ্তারের পর উজ্জল ইসলাম শেরপুর জেলা কারাগারে আটক ছিলেন (বন্দি নম্বর—১৪৫৯/২৪)। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেরপুর জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলার সুযোগে তিনি পালিয়ে যান।
এ ঘটনার প্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ শেরপুর সদর থানায় আরেকটি মামলা দায়ের হয়। পলাতক থাকার সময় তিনি শেরপুর, নেত্রকোনা ও আশপাশ এলাকায় আত্মগোপনে ছিলেন।
এটিইউ'র অভিযানে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয় এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন