সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৫, ২৩:২৯| আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১২:১৫
অ- অ+

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও মানিকগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। বুধবার রাত ১১টার দিকে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয়কে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ ডিবি পুলিশ। তার বিরুদ্ধে মামলা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

এদিকে নাঈমুর রহমান দুর্জয় এবং তার স্ত্রী ফারহানা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ অক্টোবর আদালত এ আদেশ দেন।

নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বাণিজ্য ও সরকারি অর্থ আত্মসাৎ’ এবং তার পরিবারের বিরুদ্ধে ‘জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের’ অভিযোগ রয়েছে দুদকের হাতে।

তাছাড়া ২১ জানুয়ারি দুর্জয়ের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের আদেশ দেন আদালত। এছাড়া ১২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।

২০১৪ ও ২০১৮ সালে নাঈমুর রহমান দুর্জয় আওয়ামী লীগের মনোনয়নে মানিকগঞ্জ-১ আসন থেকে এমপি নির্বাচিত হন। তিনি বাংলাদেশের ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচক ও পরিচালক ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতন হলে দুর্জয় পদ দুটি থেকে পদত্যাগ করেন। তার বাবা অধ্যক্ষ সায়েদুর রহমান মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। আর মা মানিকগঞ্জ জেলা মহিলা লীগের ২৩ বছর সভাপতিত্ব করেছেন।

(ঢাকাটাইমস/০২জুলাই/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
যশোরে দুর্বৃত্তের এসিড নিক্ষেপে একই পরিবারের ৩ জন দগ্ধ 
গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৮ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা