বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির ঢাকা মহানগর দক্ষিণের জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করা হয়েছে।
এ ঘটনায় প্রতিবাদে রাতেই দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে।
(ঢাকাটাইমস/৩জুলাই/এলএম)

মন্তব্য করুন