ইন্দোনেশিয়ার বালিতে ফেরিডুবি: ৬৫ যাত্রীর মধ্যে নিহত ৪, নিখোঁজ বহু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৫, ০৮:৪৯| আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১১:১০
অ- অ+

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির উপকূলে ভয়াবহ নৌ দুর্ঘটনার শিকার হয়েছে একটি যাত্রীবাহী ফেরি। ৬৫ যাত্রী ও কর্মী নিয়ে ফেরিটি ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৪৩ জন। উদ্ধার করা হয়েছে ২০ জনকে, যাদের অনেকে অচেতন অবস্থায় সাগর থেকে ভেসে আসেন। নিখোঁজদের উদ্ধারে সমুদ্রে উত্তাল ঢেউয়ের মধ্যে রাতভর অনুসন্ধান চালিয়েছেন উদ্ধারকারীরা। খবর আল জাজিরার।

ইন্দোনেশিয়ার জাতীয় উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, কেএমপি তুনু প্রত্যমা জয়া নামের ফেরিটি বুধবার রাতের দিকে পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে ছাড়ার প্রায় ৩০ মিনিট পরই ডুবে যায়। ফেরিটি বালির গিলিমানুক বন্দরের দিকে যাচ্ছিল, যা প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

ফেরিটিতে মোট ৫৩ যাত্রী, ১২ কর্মী এবং ২২টি যানবাহন ছিল। যানবাহনগুলোর মধ্যে ১৪টিই ট্রাক।

ফেরিডুবির এই ঘটনায় এখন পর্যন্ত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের অনেকেই দীর্ঘ সময় ঢেউয়ের মধ্যে ভেসে থাকার পর অচেতন হয়ে পড়েছিলেন।

বানিউওয়াঙ্গির পুলিশ প্রধান রামা সম্তামা পুত্র জানিয়েছেন, ভুক্তভোগীদের উদ্ধারের সময় সাগরে ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় দুই মিটার (৬.৫ ফুট)। উদ্ধারে অংশ নিয়েছে ৯টি নৌযান, যার মধ্যে দুইটি টাগ বোট ও দুইটি রাবার বোটও রয়েছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া একটি দ্বীপ রাষ্ট্র— যেখানে প্রায় ১৭ হাজার দ্বীপ রয়েছে। এ কারণে নৌযান এবং ফেরি পরিবহনই এখানকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। তবে দেশটিতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে প্রায়ই এ ধরনের নৌ দুর্ঘটনা ঘটে থাকে।

উদ্ধারকাজ এখনো চলমান রয়েছে। সাগরের উত্তাল ঢেউ এবং রাতের আঁধারে কাজ চালানোয় উদ্ধারকারী দলের জন্য পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। নিখোঁজদের উদ্ধারে রাতভর অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন তারা।

(ঢাকাটাইমস/৩ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
যশোরে দুর্বৃত্তের এসিড নিক্ষেপে একই পরিবারের ৩ জন দগ্ধ 
গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৮ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা