আমেরিকার নিউ জার্সিতে বিমান দুর্ঘটনা, ১৫ জন আহত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আবারও বিধ্বস্ত হয়েছে একটি বিমান। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুযায়ী, গ্লস্টার কাউন্টির একটি ছোট বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় রানওয়ের শেষ প্রান্ত ছাড়িয়ে যাওয়ায় একটি সেসনা ২০৮বি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বুধবার বিকেলে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির দক্ষিণাঞ্চলের মনরো টাউনশিপে অবস্থিত ক্রস কিস বিমানবন্দরে স্থানীয় সময় বিকেল ৫:৩০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বিমানটিতে ১৫ জন আরোহী ছিলেন, যারা সবাই স্কাইডাইভিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন।
ক্যামডেন শহরের কুপার ইউনিভার্সিটি হাসপাতালের মুখপাত্র ওয়েন্ডি মারানো জানান, লেভেল-১ ট্রমা সেন্টারের চিকিৎসকরা ঘটনাস্থলে গিয়ে আহতদের ত্রায়াজ (তীব্রতা অনুযায়ী শ্রেণিবিন্যাস) করছেন। গুরুতর আহত তিনজন ট্রমা সেন্টারে ভর্তি আছেন। আরও আটজন যাদের আঘাত তুলনামূলকভাবে কম, তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া চারজন সামান্য আহত ব্যক্তি হাসপাতালের ওয়েটিং রুমে চিকিৎসার জন্য অপেক্ষা করছেন।
অ্যান্ড্রু হাল্টার আরও জানান, দুর্ঘটনায় পতিত সেসনা বিমানটি স্কাইডাইভ ক্রস কিস নামক প্রতিষ্ঠানের লিজকৃত ছিল। তিনি বলেন, “বিমানটি দুর্ঘটনার আগে ইঞ্জিন সমস্যার কথা জানিয়েছিল।” তবে সুনির্দিষ্ট কারণ এখনো তদন্তাধীন।
দুর্ঘটনার পরপরই গ্লস্টার কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সামাজিক মাধ্যমে এক বার্তায় জনগণকে বিমানবন্দরের আশপাশের এলাকা এড়িয়ে চলার আহ্বান জানায় এবং এটিকে “গণহতাহত ঘটনা” বলে উল্লেখ করে। একাধিক সংস্থা ঘটনাস্থলে সাড়া দিয়েছে।
ফিলাডেলফিয়ার স্থানীয় সংবাদমাধ্যম সিক্সএবিসি প্রচারিত ফুটেজে দেখা যায়, এক গ্রামীণ সড়কে তৎপরভাবে জরুরি সেবা প্রদানকারীরা কাজ করছেন এবং বেশ কয়েকজনকে স্ট্রেচারে করে সরিয়ে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, স্কাইডাইভ ক্রস কিস তাদের ওয়েবসাইটে নিজেদেরকে উত্তর-পূর্ব অঞ্চলের “স্কাইডাইভিংয়ের কেন্দ্রবিন্দু” হিসেবে প্রচার করে। প্রতিষ্ঠানটি ট্যান্ডেম স্কাইডাইভিং, প্রশিক্ষণ কোর্স এবং লাইসেন্সপ্রাপ্তদের জন্য একক স্কাইডাইভিংয়ের সুযোগ দিয়ে থাকে।
(ঢাকাটাইমস/৩ জুলাই/আরজেড)

মন্তব্য করুন