নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না: লায়ন ফারুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৫, ১৩:০০| আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৪:১৯
অ- অ+

নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে বলব, অবিলম্বে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের মানুষ এখন ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে। তা ছাড়া দেশকে স্থিতিশীল করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই।

বুধবার নারায়ণগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে লায়ন ফারুক এসব কথা বলেন।

১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, সম্পদ ও সম্ভাবনায়-সমৃদ্ধ প্রিয় বাংলাদেশ বিগত ১৬ বছরেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসনের নিপীড়নে জর্জরিত ছিল। আওয়ামী দুঃশাসনে ভিন্নমতের মানুষদেরকে অসহনীয় নির্যাতন করে দমন করার চেষ্টা করা হয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রিমান্ডের নামে অত্যাচার, গুম-খুন, জেল-জুলুম, আয়নাঘর, অপহরণ, বাকস্বাধীনতা হরণ, সভা-সমাবেশের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। দুঃসহ এই পরিস্থিতি থেকে জাতিকে মুক্ত করে গত বছরের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এতে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা আল ইউসুফ খান টিটু, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, আসাদুজ্জামান জুয়েল, সুজন শখী প্রমুখ।

(ঢাকাটাইমস/৩ জুলাই/ জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৫ বছর পর পাকিস্তানে কার্যক্রম বন্ধ করল মাইক্রোসফট
২ ঘণ্টা পর রানওয়ে থেকে সরানো হলো সেই বিমান 
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ১০
মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা, ৬ জনকে আটক করেছে র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা