মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৫, ০০:৪৯| আপডেট : ০২ জুলাই ২০২৫, ০০:৫১
অ- অ+

রাজধানীর মগবাজার মোড়ের হোটেল সুইট স্লীপে (আবাসিক) একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় হোটেলটির তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতের ভাই ইতালি প্রবাসী এই ঘটনায় মামলা করেছেন। মামলার পর হোটেলের তত্ত্বাবধায়ক রফিকুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি জানান, তিনি মূলত তাদের বাইরে থেকে খাবার এনে খাইয়েছেন। তারা অসুস্থ হওয়ার পর হাসপাতালে নিয়ে গেছেন। একই ঘটনায় তাকেসহ যে হোটেল থেকে খাবার আনা হয়েছিল সেই হোটেলের সকল কর্মচারী, বাবুর্চি এবং ওই পরিবারের কয়েকজন আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এর আগে গত শনিবার ছেলের চিকিৎসার জন্য প্রবাসী মনির হোসেন, তার স্ত্রী স্বপ্না আক্তার ছেলে নাঈমকে নিয়ে ঢাকায় আসেন এবং মগবাজারের হোটেল সুইট স্লিপে উঠেন। শনিবার তারা রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন কিন্তু পরদিন সকালে তারা তিনজন অসুস্থ হয়ে পড়েন। তাদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলোচিত এ ঘটনার পর থেকে পুলিশ খাদ্যে বিষক্রিয়া হয়ে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করে আসছিল।

(ঢাকাটাইমস/২জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত
আমেরিকার নিউ জার্সিতে বিমান দুর্ঘটনা, ১৫ জন আহত
যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলো আলোচনা হচ্ছে: আলী রীয়াজ
পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা