টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৫, ১৬:০২| আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৬:০৬
অ- অ+

শুরু হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওডিআই সিরিজ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

এই ম্যাচের মাধ্যমে ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হলো মেহেদী হাসান মিরাজের। বাংলাদেশের জন্য এই ম্যাচ এক নতুন যুগের সূচনা। ২০ বছর এবং ৩৩১টি ম্যাচ পর ওয়ানডে দলে নেই দেশের পাঁচ অভিজ্ঞ ক্রিকেটার-সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ এবং মাশরাফি। নতুন নেতৃত্বে, নতুন রূপে দল গড়তে আজ মাঠে নেমেছে এক ঝাঁক তরুণ।

আজকের ম্যাচে অভিষেক হয়েছে দুই ক্রিকেটারের-উইকেটকিপার-ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। পারভেজ এর আগে ১২টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে করেছেন ২০০ রান, স্ট্রাইকরেট ১৪০, একটি করে ফিফটি ও সেঞ্চুরি। তানভীর ৬টি টি-টোয়েন্টিতে নিয়েছেন ৪ উইকেট, ইকোনমি ৮।

বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশ:

নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, ইশান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো।

(ঢাকাটাইমস/২জুলাই/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা