কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

কুমিল্লা মুরাদনগর উপজেলায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় বাড়ি-ঘর ভাঙচুরও করা হয়।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানার করইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)।
কুমিল্লা মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এটা নিয়ে কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে।
তিনি আরো বলেন, জেলা পুলিশ সুপার নজির আহম্মেদ খান এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। এ নিয়ে এলাকায় সামান্য উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।
(ঢাকা টাইমস/০৩জুলাই/এসএ)

মন্তব্য করুন