পশ্চিমবঙ্গের একই এলাকা থেকে নিখোঁজ ৫০০ বিবাহিত তরুণী!

পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় মাত্র পাঁচ মাসে নিখোঁজ হয়েছেন প্রায় ৫০০ বিবাহিত তরুণী। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত মোট ৫৩৬ জন তরুণীর নিখোঁজ হওয়ার তথ্য প্রকাশ পেয়েছে, যার মধ্যে প্রায় ৯০ শতাংশই বিবাহিত নারী।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে। অনেকে এটিকে সামাজিক অবক্ষয়, আবার কেউ কেউ পারিবারিক বন্ধনের দুর্বলতা হিসেবে দেখছেন। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
স্থানীয় পুলিশের বরাতে গণমাধ্যম জানিয়েছে, নিখোঁজ নারীদের বেশিরভাগই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গড়ে ওঠা প্রেমের সম্পর্ক জড়িয়ে ঘর ছেড়েছেন। এসব নারীর অনেকেই বাইক থাকা যুবক বা স্বামীর বন্ধুদের সঙ্গে পালিয়ে গেছেন, এমন তথ্য উঠে এসেছে তদন্তে।
পুলিশ আরও জানায়, এই সম্পর্কগুলো গড়ে উঠেছে মূলত ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মাধ্যমে। কেউ কেউ আবার ছোট সন্তান রেখে, পরিবারকে কিছু না জানিয়ে ঘর ছেড়ে চলে গেছেন।
পুলিশ অনেক নারীকে উদ্ধার করতে পারলেও তাদের বক্তব্য স্পষ্ট: “আমরা প্রাপ্তবয়স্ক। আমাদের জীবনের সিদ্ধান্ত আমরা নিজেই নিতে পারি।”
এমন অবস্থানে পুলিশ আইনি জটিলতায় পড়েছে। কারণ, আইনত প্রাপ্তবয়স্ক কারও ইচ্ছায় কোথাও যাওয়া অপরাধ নয়, যদি না অন্য কোনো অপরাধ সংঘটিত হয়।
বিশ্লেষকরা বলছেন, এটি নিছক কিছু বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি গভীর সামাজিক ও সম্পর্কগত সংকটের প্রতিচ্ছবি। তারা মনে করেন: দাম্পত্যে অসন্তুষ্টি, মানসিক একাকিত্ব, সামাজিক চাপ এবং সোশ্যাল মিডিয়ার ভুল ব্যবহারের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
এই ঘটনায় মোবাইল ফোন এবং ইন্টারনেটকে দায়ী না করেও উপায় নেই। তরুণীদের জন্য এগুলো যেন হয়ে উঠছে এক নতুন ‘পালিয়ে যাওয়ার দরজা’।
সাম্প্রতিক এই ঘটনায় প্রশাসন উদ্বিগ্ন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে: প্রতিটি থানাকে নজরদারি বাড়াতে বলা হয়েছে, নিখোঁজদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, পাশাপাশি সোশ্যাল মিডিয়া নজরদারির জন্য সাইবার সেলকে সক্রিয় করা হয়েছে।
পালিয়ে যাওয়ার এই ঘটনা আমাদের সমাজের একটি গভীর অসংগতির দিক তুলে ধরছে। যেখানে ভালোবাসা, সম্পর্ক, পরিবার ও ব্যক্তিস্বাধীনতার প্রশ্নে স্পষ্ট একটি বিভাজন তৈরি হয়েছে। এটি নিছক কয়েকটি প্রেমঘটিত ঘটনা নয়; বরং একটি সামাজিক সতর্ক সংকেত, যা অবহেলা করলে আরও ভয়াবহ পরিণতি অপেক্ষা করতে পারে।
(ঢাকাটাইমস/৭ জুলাই/আরজেড)

মন্তব্য করুন