পল্লবীতে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী জয় ফালান গ্রেপ্তার, দেশীয় অস্ত্র-মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৫, ১৮:৩৯| আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৮:৪৫
অ- অ+

রাজধানীর পল্লবী থানাধীন বাউনিয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী কাউছার আহমেদ জয় ওরফে জয় ফালানকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারের সময় তার হেফাজতে থাকা বেশকিছু দেশীয় অস্ত্র, মাদক ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে ৩ ঘণ্টার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি ইউনিট।

বুধবার ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি সূত্র গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৯টা থেকে দেড়টা পর্যন্ত মিরপুর সেনাবাহিনী ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি ইউনিট মিরপুর-পল্লবী থানার অন্তর্গত বাউনিয়াবাধ এলাকা অভিযান পরিচালনা করে। অভিযানে সন্ত্রাসী কাউছার আহমেদ জয়কে (জয় ফালান) হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একাধিক ধারালো দেশীয় অস্ত্র, ৪ টি ওয়াকিটকি সেট ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে থানায় হত্যা মামলাসহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে বলে তথ্যসূত্র থেকে জানা যায়।

গ্রেপ্তারকৃত আসামিরা বলেন, গ্রেপ্তার সন্ত্রাসীকে পরবর্তী আইনী ব্যবস্থা নিতে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী সূত্র।

(ঢাকাটাইমস/২জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-১৪: এস এ খালেকের উত্তরাধিকার সাজুকেই বিএনপির নির্ভরযোগ্য প্রার্থী ভাবছেন স্থানীয়রা
তেজগাঁও শিল্পাঞ্চলে ডাকাতি হওয়া বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ ৭ জন গ্রেপ্তার
ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮
জুনে ১৩৫টি মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, মালিকদের কাছে হস্তান্তর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা