কুমিল্লায় দিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লার বরুড়ায় দিঘিতে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে বরুড়া পৌর এলাকার সাহারপদুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর মধ্যে একজনের নাম নিধি পোদ্দার (৯) এবং অন্যজন বন্নি পোদ্দার (৮)। তারা দুজনেই একই পরিবারের সদস্য ও একে অপরের চাচাতো বোন।
নিহত নিধি সাহারপদুয়া গ্রামের পোদ্দার বাড়ির বিপ্লব পোদ্দারের মেয়ে। অপরদিকে, বন্নি একই বাড়ির রিপন পোদ্দারের মেয়ে এবং বরুড়া পৌর সাহারপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে দুই শিশু খেলতে খেলতে বাড়ির পাশের একটি দিঘিতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানির গভীরে চলে গেলে আর উঠতে পারেনি। বেশ কিছু সময় পর তাদের খোঁজ না পেয়ে স্থানীয়রা দিঘিতে নেমে তাদের খুঁজে পায় এবং উদ্ধার করে। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। দুই শিশুকেই মৃত অবস্থায় পাওয়া যায়।
শিশু দুটি মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে পুরো সাহারপদুয়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক। তিনি বলেন, দুই শিশু একই পরিবারের। তারা দিঘিতে গোসল করতে নেমে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিবারটির পাশে অবস্থান করছে।
পুলিশ জানিয়েছে, শিশুদের মৃত্যুর বিষয়ে প্রাথমিক তদন্তে কোনো অপ্রীতিকর ঘটনা বা রহস্যজনক দিক পাওয়া যায়নি। এটি নিছক একটি দুর্ঘটনা।
(ঢাকা টাইমস/০৩জুলাই/এসএ)

মন্তব্য করুন