সিরাজগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছ। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার উপজেলার বড়ইতলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— আলমপুর পূর্বপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে মো. জীবন (২০) এবং উপজেলার মেঘাই গ্রামের মোক্তার হোসেনের ছেলে সোহেল রানা (৪২)।
ওসি বলেন, জীবন প্রাইভেটে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। তিনি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জীবনের মৃত্যু হয়।
স্থানীয়রা সোহলে রানা ও রেজাউলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানা মারা যান।
(ঢাকা টাইমস/০৪জুলাই/এসএ)

মন্তব্য করুন