ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৫, ১৫:২৩
অ- অ+

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন (৬) ও সোহান আলী (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সর্ম্পকে তারা চাচাতো ভাই।

শুক্রবার (৪ জুলাই) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো— সিয়াম হোসেন উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামের দবিরুল ইসলামের ছেলে সোহান আলী ওই এলাকার সফিউল ইসলামের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।

স্থানীয়রা জানান, সিয়াম ও সোহান পাশের একটি হাফেজিয়া মাদরাসায় একসাথে পড়াশোনা করত। শুক্রবার মাদরাসায় ছুটি থাকায় তারা বাড়িতে এসেছিল। সকালে ঘুম থেকে উঠে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে যায় তারা। স্বজনরা বিষয়টি টের পেয়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় দুটি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পুরো গ্রামজুড়ে কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

(ঢাকা টাইমস/০৪জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নোয়াখালীর সব প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ ঘোষণা, শিক্ষকদের প্রস্তুত থাকার নির্দেশ
মিরসরাইয়ের নিষিদ্ধ ট্রেইল মেলখুমে দুই পর্যটকের মৃত্যু, আহত ৩
টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবার বড় চালান জব্দ, স্ত্রী আটক— চোরাকারবারি পলাতক
তামাকের কারণে প্রতিদিন ৪৪২ মৃত্যু ঠেকাতে ঢাবিতে প্রতীকী কফিন র‍্যালি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা