ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন (৬) ও সোহান আলী (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সর্ম্পকে তারা চাচাতো ভাই।
শুক্রবার (৪ জুলাই) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।
স্থানীয়রা জানান, সিয়াম ও সোহান পাশের একটি হাফেজিয়া মাদরাসায় একসাথে পড়াশোনা করত। শুক্রবার মাদরাসায় ছুটি থাকায় তারা বাড়িতে এসেছিল। সকালে ঘুম থেকে উঠে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে যায় তারা। স্বজনরা বিষয়টি টের পেয়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় দুটি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পুরো গ্রামজুড়ে কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
(ঢাকা টাইমস/০৪জুলাই/এসএ)

মন্তব্য করুন